সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
৬০০ নারী নিয়ে পপ অব কালারের কনফারেন্স
প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ২:১৮ PM
নারীদের সংগঠন পপ অব কালারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘সেনোরা প্রেজেন্টস পশিয়ান কনফারেন্স ২০২২’। রাজধানীর একটি হোটেলে ২৫ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে বিভিন্ন খাতের ৬ শতাধিক নারী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির ম্যানেজিং ডিরেক্টর বিকর্ণ কুমার ঘোষ, দেশের প্রথম নারী মেজর জেনারেল সুসানে গীতি, বাংলাদেশ পুলিশের ডিআইজি ফরিদা ইয়াসমিন।

কনফারেন্সে বিভিন্ন বিষয়ে ৭টি সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য, মেন্টাল হেলথ, সাইবার সিকিউরিটি, ওমেন সেক্সুয়াল হেলথ, নিউট্রিশন, উদ্যম ও স্পৃহা, ক্যারিয়ার ইত্যাদি বিষয়ে বক্তব্য রাখেন অতিথিরা।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘দেশে নারীদের এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রীসহ আমরা সবাই কাজ করছি। এখন পুরুষের সাথে সাথে নারীরাও এগিয়ে যাচ্ছে। সামনের দিকে নারীদের এই শক্তি আরও বৃদ্ধি পাবে। নারীদের নিয়ে এ রকম একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।’

বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির ম্যানেজিং ডিরেক্টর ড. বিকর্ণ কুমার ঘোষ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, প্রত্যেক নারীকে কর্মসংস্থানের সুযোগ দিতে হবে। আড়াই লাখ তরুণীকে আইসিটি বিভাগ থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের স্বল্পমূল্যে ল্যাপটপ দেওয়া হচ্ছে। আমরা ১ হাজার নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়েছি। আগামী পাঁচ বছরের মধ্যে দেশে ১০০টি হাইটেক পার্ক তৈরি করা হবে।’

তিনি বলেন, ‘নারীদের যে কোনো ট্রেনিং দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আজকের অনুষ্ঠানে আমার সামনে উপস্থিত নারীদের বলতে চাই, আপনারা একেক জন লিডার। আপনাদের আশেপাশের নারীদের সামনে এগিয়ে নিয়ে যান। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে আমরা উচ্চআয়ের দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, যার অগ্রগামী ভূমিকা পালন করবেন নারীরা।’

অনুষ্ঠানের শেষপর্বে ১০টি খাতে ১০ জন উদ্যমী নারীকে সম্মাননা দেওয়া হয়। বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং পপ অব কালারের প্রতিষ্ঠাতা টিঙ্কার জান্নাত মিম। আবৃত্তি ও সংগীত পরিবেশনার মাধ্যমে শেষ হয় দিনব্যাপী এ আয়োজন।

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত