বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
তিন ক্যাটাগরিতে পুরষ্কার পেলো এবি ব্যাংক
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১২:৫৫ PM

বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ ভিশন-২০৪১ এর প্রতি সমর্থন জানিয়ে সম্প্রতি মাস্টারকার্ড ‘টুওয়ার্ডস এ স্মার্ট ট্রান্সফরমেশন’ এই প্রতিপাদ্য নিয়ে মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২২-এর আয়োজন করেছে।

এবি ব্যাংক মাস্টারকার্ড বিজনেস গ্রোথ অ্যাওয়ার্ড ২০২১-২২, মাস্টারকার্ড ক্রেডিট কার্ড বিজনেস অ্যাওয়ার্ড (ডোমেস্টিক) ২০২১-২২ এবং মাস্টারকার্ড ক্রেডিট কার্ড বিজনেস অ্যাওয়ার্ড (ইন্টারন্যাশনাল) ২০২১-২২ এ তিনটি ক্যাটাগরিতে পুরষ্কার অর্জন করেছে।

এবি ব্যাংকের পক্ষ থেকে এ সন্মাননা গ্রহণ করেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম, দক্ষিণ এশিয়াস্থ মাস্টারকার্ডের চিফ অপারেটিং অফিসার বিকাশ ভার্মা, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ অন্যান্য অংশীদার ব্যাংক, ফিনটেক এবং মার্চেন্টস পার্টনারদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত