মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৪:০৫ PM
রাঙামাটির লংগদুতে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ লাখ টাকার অর্থদণ্ড, অনাদায়ে আর ৩ মাস সশ্রম কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টায় রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক জেলা ও দায়রা জজ এ ই এম মো. ইসমাইল হোসেন এ রায় ঘোণষা করেন। আসামির নাম মো. আব্দুল রহিম (৪৬)। তিনি করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকার পক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটার) মো. সাইফুল ইসলাম অভি জানান, ২০২০ সালে ৫ অক্টোবর  করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন নির্যাতনের শিকার শিক্ষার্থীর মা। পুলিশ আসামিকে গ্রেফতার করার পর দীর্ঘ ২ বছর এ মামলার তদন্ত চলে। সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। 

একই সাথে ১০ লাখ টাকা ৯০ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রদানের জন্য আসামিকে নির্দেশ দেন। অনাদায়ে আরও ৩ বছর কারাদণ্ড ভোগ করতে হবে আসামিকে। বাদী পক্ষের আইনজীবী জুয়েল চাকমা বলেন, এ রায়ে খুবই সন্তুষ্ট আমরা। এ রায়ের পর সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। আমরা সবাই চেষ্টা করছি নির্যাতনের শিকার শিশুটি যাতে ন্যায় বিচার পায়।

উল্লেখ্য, ২০২০ সালের ২৫ সেপ্টম্বর সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটির লংগদু উপজেলার ১ নম্বর আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয়ে ছাত্রাবাসের ভেতরে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন প্রধান শিক্ষক।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত