সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
সীতাকুণ্ডে ভূমি অফিসের দালাল ফারুকের বিলাশবহুল বাড়ি
সীতাকুণ্ড প্রতিনিধি (চট্টগ্রাম)
প্রকাশ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ১০:৩৮ AM

সীতাকুণ্ড ভূমি অফিসের অবৈধ অফিসের দালাল ফারুক  ও তার বিলাশবহুল বাড়ি

সীতাকুণ্ড ভূমি অফিসের অবৈধ অফিসের দালাল ফারুক ও তার বিলাশবহুল বাড়ি

জন্ম গ্রহন নানার বাড়িতে, ওয়ারিশী সূত্রে মায়ের প্রাপ্ত সম্পত্তির উপর বসবাস। নিমার্ণ শ্রমিকের কাজে বহু কষ্টে সংসারের ভরন পোষনে যোগান দিয়েছেন পিতা। শত কষ্টের মাঝে কোনো রকমে সামান্য লেখা পড়া শেষে ভূমি অফিসের সহকারীদের ব্যাক্তিগত সহকারী হয়ে দৈনিক বেতনে যুক্ত হয়। এরপর পেয়ে বসে আলাদিনের চেরাগ। বছর না ঘুরতে বিভিন্ন দালাল ও সেবাপ্রার্থীদের কাছে থেকে পেয়েছে অভ্যান্তরীন দালালের স্বীকৃতি।

চেয়ার- টেবিলে বসে ফাইল নাড়া চাড়ার মাধ্যমে বিভিন্ন ব্যাক্তি-প্রতিষ্ঠানকে অনৈতিক সুবিধা দিতে অবৈধ অর্থ লেনদেনে করে চলে নানা দেনদরবার। অবৈধ ও জাল কাগজ পত্রের নথির তদবিরে মোটা অংক হাতিয়ে নেয়। আর এভাবে দীর্ঘ বছর অবৈধ কর্মকান্ড চালিয়ে অফিস সহকারীদের ব্যাক্তিগত সহকারী নিযুক্ত থেকে বড় মাপের দালাল হয়ে উঠে ফারুক হোসেন নামে এক ব্যাক্তি। ভাতা বা বেতন ভুক্ত কর্মচারী না, তারপরও অভাবগ্রস্ত পরিবারের ছেলেটি আঙুল ফুলে কলা গাছ হয়ে উঠায় এলাকায় ব্যাপকভাবে আলোচিত-সমালোচিত হয়ে উঠে।

স্থানীয়রা বলেন, ভূমি অফিসের সুবাদে নুন আনতে পান্তা পুরানো ছেলেটির রয়েছে বিলাশ বহুল ঘর- বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বিনা বেতনের চাকুরিতে পেয়েছে আলাদিনের চেরাগ। সম্পূর্ন নতুন ডিজাইনে করা বাড়ি নিমার্নে কোটি টাকা ব্যয় করা হয়েছে। বর্তমান সময়ে পুরোনো ধনীদের পেছনে ফেলে পৌঁচেছে এক নাম্বারে। অবৈধ কাজের মাধ্যমে মোটা অংকের অর্থ হাতিয়ে ব্যাপক অর্থ ভিত্ত গড়ে তুলেছে বলে জানান তারা।

এদিকে, কর্মচারী সেঁজে দীর্ঘদিন ধরে অবৈধ লোকজন সার্বক্ষনিক ভূমি অফিসের নানা কাজে ঘুরাঘুরি করলেও অফিস কতার্রা অবৈধ লোকদের চেনেন না। অবৈধদের দ্বারা অনৈতিক সুবিধা পাওয়ায় অফিসের কাছে তারা বৈধ লোক। যে কারনে অফিসের কেউ না হলেও দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ অভ্যান্তরীন দালালরা। আর অন্যদিকে দালাল নিধনে ভূমি অফিস জুড়ে চলছে নানা আয়োজন। এই সুবাদে অফিসের অভ্যান্তরীন দালালদের দাপট আরো বেড়ে গেছে বলে সেবাপ্রার্থীদের নানান অভিযোগ। এসব অবৈধ কর্মচারীদের (দালাল) দ্বারা অস্বাধ্য কাজ সাধন হয় বলেই তাদের প্রতি বহিরাগত দালালদের আনাগোনা। 

জানা গেছে, বিগত ৬ মাসে এসিল্যাণ্ডের নাম ভাঙ্গিয়ে টাকা নেওয়ার অপরাধে ২১ জনকে অর্থদণ্ড ও ১৫ জনের কাছ থেকে মুছলেকা নেওয়া হয়। ইতিমধ্যে দালাল নিধনে অফিস সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। অফিসে আসা দালালদের সম্পর্কে খোঁজ নিয়ে অর্ধশত দালাল চিহৃিতও করা হয়েছে। এসব দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বহিরাগত দালাল নিধনে কাজ চললেও অভ্যান্তরীন দালালে ভরা এসিল্যাণ্ড অফিস।

গত ১৪ অক্টোবর ‘উপজেলা নির্বাহী অফিসার সীতাকুণ্ড’ এর ফেসবুকে আইডিতে ‘অর্ধশত দালাল চিহৃিত’ শিরোনামের একটি নিউজটি ফেসবুকে শেয়ার করেন এবং ক্যাপশনে ইউএনও শাহাদাত হোসেন লেখেন প্রথমেই প্রতিবেদককে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, তবে, এ কথা বলবো না যে, ভূমি অফিসের সবাই সাধু। বহিরাগত দালাল ও অভ্যান্তরীন দুষ্কৃতিকারীদের একযোগে প্রতিহত করাই আমাদের লক্ষ্য। এ ব্যপারে সবার সহযোগীতাও কামনা করেন তিনি।

এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, লোকবল সংকট থাকায় অফিসের সহযোগী হিসেবে কিছু লোক নিয়োজিত রয়েছে। তবে এদের কারনে অফিসের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই লোকবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শীঘ্রয় এসব লোকদের বাদ দেয়া হবে বলে জানান তিনি।

-বাবু/এ.এস


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত