মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সিরাজগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ২:৫৮ PM

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় রায়গঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি খায়রুল হক মাস্টার এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক,সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস  মন্ডল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ২০ জন ও  অজ্ঞাত ১৫০ জন নেতাকর্মীর নামে রায়গঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

বুধবার( ৩০ নভেম্বর) রায়গঞ্জ থানায় রায়গঞ্জ  উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জুয়েল  আকন্দ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম মুঠোফোন জানান,রায়গঞ্জ  উপজেলা আওয়ামী লীগের সদস্য  মোঃ জুয়েল  আকন্দ বাদী হয়ে ২০ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন।

উল্লেখ্য,গত মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধানগড়া চৌরাস্তায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত