সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় রায়গঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি খায়রুল হক মাস্টার এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক,সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ২০ জন ও অজ্ঞাত ১৫০ জন নেতাকর্মীর নামে রায়গঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
বুধবার( ৩০ নভেম্বর) রায়গঞ্জ থানায় রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জুয়েল আকন্দ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম মুঠোফোন জানান,রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জুয়েল আকন্দ বাদী হয়ে ২০ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন।
উল্লেখ্য,গত মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধানগড়া চৌরাস্তায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।
-বাবু/এ.এস