মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
শ্রীপুরে ৫টি ইটভাটা গুঁড়িয়ে ২০ লাখ টাকা দন্ড
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৩:০১ PM

গাজীপুরের শ্রীপুরে পাঁচটি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ২০ লাখ টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দিনব্যাপী শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামের পরিবেশ ছাড়পত্রবিহীন অবৈধ ওইসব ইটভাটাগুলোতে উচ্ছেদ অভিযান চালানো হয়।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নয়ন মিয়া জানান, অভিযানে লতিফপুর গ্রামের মেসার্স কেবিএম ব্রিকসকে ৪ লাখ টাকা, মেসার্স এলবিএম ব্রিকসকে ৪ লাখ টাকা, মেসার্স এলবিএম ব্রিকস-২ কে ৪ লাখ টাকা, মেসার্স এবিএম ব্রিকসকে ৪ লাখ টাকা, মেসার্স মদিনা ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় এস্কাভেটর মেশিন দিয়ে ভাটার চিমনি ও মুল উৎপাদনমুখ ভেঙ্গে ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমিন ভূঁইয়া, গাজীপুর জেলা পুলিশের সদস্য অংশগ্রহন করেন। অবৈধ ইটভাটা উচ্ছেদে এটি পরিবেশ অধিদপ্তরের চলমান অভিযানের অংশবিশেষ বলেও জানান অভিযান সংশ্লিষ্টরা।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত