চট্টগ্রামে শিশু আয়াতের মরদেহের কিছু অংশ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
এর আগে মরদেহ টুকরো করার কাজে ব্যবহার করা বটি ও অ্যান্টি কাটার উদ্ধার করা হয়েছে আবির আলীর বাসা থেকে। এখন লাশের টুকরোগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে গত ১৫ই নভেম্বর নিখোঁজ হয়েছিল শিশু আয়াত। এ ঘটনায় ইপিজেড থানায় নিখোঁজ ডায়েরি করেন তার বাবা সোহেল রানা। ১০ দিন পর শুক্রবার জানা যায়, হত্যা করা হয়েছে আয়াতকে। আর মরদেহ ছয় টুকরো করে আলাদা ব্যাগে ভরে নালায় ফেলে দেয়া হয়েছে। এসব বর্ণনা দিয়েছে তাকে অপহরণের অভিযোগে গ্রেফতার আবির।
জানা যায়, মুক্তিপণের উদ্দেশ্যে ঘটনার দিন বিকেলে আয়াতকে অপহরণের চেষ্টা করে আবির। এসময় চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করে সে।
-বাবু/এ.এস