লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব সাহিত্য কেন্দ্র কর্তৃক প্রকাশিত কিশোর আনন্দ বই বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে এ বই বিতরণ করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন আকন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মহিলা ভাইস চেয়ারম্যান রোখসানা আক্তার রুক্সি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম।
তোরাবগঞ্জ ইউপি চেয়ারম্যান মির্জা আশরাফুল ইসলাম রাসেল ও তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন বাহার প্রমুখ। এর আগে তোরাবগঞ্জ বাজারে তিনতলা বিশিষ্ট আধুনিক শেড নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন ও কাজের উদ্বোধন করা হয়।
বাবু/জেএম