নজর কাড়া গ্লামার দিয়ে চলচ্চিত্রে মুগ্ধতা ছড়াচ্ছেন নবাগত অভিনেত্রী জান্নাতুল অনন্য অপ্সরা। এখন পর্যন্ত অসংখ্য নাটকে কাজ করেছেন তিনি। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের মডেল হিসেবেও তিনি খ্যাতি কুড়িয়েছেন। মিষ্টি চেহারা ও আকর্ষণীয় গঠনের এই অভিনেত্রী ছোট পর্দার গন্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন বড় পর্দায়।
নতুন নায়িকা হিসেবে নির্মাতাদের আগ্রহের কেন্দ্রে অপ্সরা। জানা যায়, আবুল হোসেন মজুমদারের ‘এক সমুদ্র ভালবাসা’ দিয়েই চলচ্চিত্র পা রাখেন এই নায়িকা। সম্প্রতি ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন এই নায়িকা। সিনেমাটি পরিচালনা করছেন নাসিম সাহনিক এবং প্রযোজনা করছেন মামুনুর রহমান। আম্মাজান ফিল্ম প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মাণ হচ্ছে সিনেমাটি।
এটি তার দ্বিতীয় সিনেমা নতুন সিনেমা প্রসঙ্গে অপ্সরা বাংলাদেশ বুলেটিনকে জানান, এটি হচ্ছে একটি ট্র্যাভেল স্টোরি। এই সিনেমায় আমার চরিত্রের নাম আরা। যে একজন ভার্সিটির স্টুডেন্ট। যদিও এখনো নায়ক ঠিক করা হয়নি। ঠিক হলে আমার দর্শকদের জানাব। সিনেমার শুটিং শুরু হবে ডিসেম্বরের ১৯ তারিখে। তিনি বলেন, নাসিম সাহনিক ভাইয়ের কাজ বরাবরই আমার ভালো লাগে। তার নির্মিত চলচ্চিত্র গোয়েন্দাগিরি দেখে ভীষণ মুগ্ধ হই। তখন থেকেই ইচ্ছা ছিল ভাইয়ার সঙ্গে কাজ করব। তার নতুন সিনেমায় সুযোগ পেয়ে ভালো লাগছে।
এদিকে সিনেমাটির নির্মাতা নাসিম সাহনিক বাংলাদেশ বুলেটিনকে জানান, রোমান্টিক কমেডি ঘরানার এ সিনেমায় মজার একটি চরিত্রে অভিনয় করছেন অপ্সরা। সে প্রতিভাবান অভিনেত্রী। আশা রাখি সুন্দরভাবে সে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবে।’
অপ্সরা তার নায়িকা হওয়ার নেপথ্যের কথা জানিয়ে বাংলাদেশ বুলেটিনকে বলেন, ‘ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল শোবিজে কাজ করব। চলচ্চিত্রের মাধ্যমে সে স্বপ্ন পূরণ হচ্ছে। ভালো একটি ছবিতে যুক্ত হতে পেরে ভালো লাগছে। অভিনয়ের মাধ্যমে সবার প্রিয় হতে চাই। নতুন ছবিটি নিয়ে আশাবাদী।'
অপ্সরা বলেন, 'ভিন্নধর্মী ভালো গল্পের ও চ্যালেঞ্জিং যে কোনো ধরনের চরিত্রে আমি অভিনয় করতে চাই। একই সঙ্গে বাণিজ্যিক ও গল্পনির্ভর সব ধরনের সিনেমাতেও আমি নিয়মিত অভিনয় করতে চাই। সব সময় দর্শকের চাহিদাকেই প্রাধান্য দিতে চাই। একটা নির্দিষ্ট গন্ডি বা ক্যাটাগরিতে আটকে থেকে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ কম তাই নিজেকে বারবার ভাঙতে আপত্তি নেই।'
জান্নাতুল অনন্য অপ্সরার কাছে তার আইডল কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার সবসময় স্বপ্ন ছিলো শাবনুর আপুর মতো হবো। শাবনুর আপু অনেক বড় মাপের এবং গুনি একজন অভিনেত্রী। তিনি আরো বলেন এই অভিনেত্রীর মতো করো আমি আর কাউকে ভাবতে পারি না। আপুর হাসি, অভিনয় সবকিছুর প্রতি আমার শ্রদ্ধা ও ভালবাসা আছে। আমার আইডল বলতে পারেন শাবনুর আপু।
উল্লেখ্য, অসংখ্য নাটকে কাজ করছেন অপ্সরা। সেই সাথে বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের পন্যের মডেল হিসেবেও কাজ করছেন। সম্প্রতি মুক্তিযুদ্ধের নাটকের জন্য পেয়েছেন বাবিসাস এ্যাওয়ার্ড ও। তার উল্লেখযোগ্য কয়েকটি নাটক- ফোরকান সাগরের অপূর্ণ ভালবাসা, এ বাবুলের ভাবনার বাইরে, রফিকুল ইসলামের স্বামী-স্ত্রীর ওয়াদা এবং ধারাবাহিক ২১শে টিভির নাটাই ঘুড়ি ও মিজানুর রহমান লাভুর টাকায় করে কাম ইত্যাদি।
-বাবু/এ.এস