ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী তানভীর মিয়া (১৭)। ছোটবেলা থেকে দরিদ্রতার সাথে যুদ্ধ করে বড় হয়েছে। তার স্বপ্ন ছিল লেখাপড়া শেষে চাকরি করে পরিবারে অভাব ঘুচিয়ে সচ্ছলতা আনবে। বাবা-মার মুখে হাসি ফোটাবে। হঠাৎ সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিনত হয়েছে।
অসুস্থতার জন্য চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করতে পারেনি তানভীর। দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত সে। তানভীর আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের দিন মজুর তিতু মিয়ার ছোট ছেলে। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। কিন্তু অর্থাভাবে আটকে আছে তার চিকিৎসা। এখন বেঁচে থাকটা যেন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে!
পরিবারের সাথে কথা বলে জানা গেছে, দিন মজুর তিতু মিয়ার ৪ ছেলে ১ মেয়ে। ভাইদের মধ্যে তানভীর ছোট। তিতু মিয়াই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার যৎসামান্য রোজগার দিয়েই সংসার চলে। এরইমধ্যে গত দুই মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তানভীর। ডাক্তার দেখালে পরীক্ষা নিরীক্ষায় তার ব্লাড ক্যান্সার ধরা পরে। এই খবর শুনে পরিবারটির মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। চিকিৎসকরা তাকে দ্রুত দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন। তাতে সুস্থ জীবনে ফেরার সম্ভাবনা রয়েছে। তবে তার এই চিকিৎসা ব্যয়বহুল। এ জন্য প্রয়োজন প্রায় ৩০-৩৫ লাখ টাকা।
কিন্তু ব্যয় বহুল এই চিকিৎসা করার সামর্থ্য নেই দ্ররিদ্র এই পরিবারটির। ফলে এই সাধারণ পরিবারটির পক্ষে আর চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই দরিদ্র পরিবারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখা মেধাবী তানভীরকে বাঁচাতে সরকারসহ বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন তার বাবা-মা। তানভীরের জন্য এই নাম্বারে ০১৭১৮-৭৯৩৮০০ সাহায্য পাঠাতে অনুরোধ দরিদ্র পরিবারটির।
বাবু/জেএম