ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কুখ্যাত এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃত কারবারি উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রামের মৃত ছায়েদ মিয়ার ছেলে মো. বিল্লাল মিয়া।
বুধবার (৩০ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় নূরপুর থেকে তাকে আটক করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, বিল্লাল একজন বড়মাপের মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বিজিবির একটি মাদক মামলায় তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান নিয়মিত চলছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
বাবু/জেএম