মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
আগামী বছরই ঐন্দ্রিলা-সব্যসাচীর বিয়ের কথা ছিল
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৭:১৯ PM
মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ২০ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই অভিনেত্রী। একা হয়ে গেছেন ‘কাছের মানুষ’ সব্যসাচী চৌধুরীকে। ঐন্দ্রিলার সব্যসাচীর প্রেম, নিবেদন, ত্যাগ নিয়ে বেশ চর্চা হচ্ছে সামাজিক মাধ্যমে।

তবে নিজেকে লাইমলাইট থেকে দূরে সরিয়ে নিয়েছেন ‘মহাপীঠ তারাপীঠ’খ্যাত অভিনেতা। এর মধ্যেই জানা গেল, পরের বছরই ঐন্দ্রিলা শর্মার সঙ্গে সব্যসাচী চৌধুরীর বিয়ের কথা ছিল। সম্প্রতি সংবাদমাধ্যমকে ঐন্দ্রিলার বাবা উত্তম শর্মা এবং মা শিখা শর্মা এই কথা জানিয়েছেন। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসেই নাকি চার হাত এক হওয়ার কথা ছিল তাদের। কিন্তু তার আগেই পৃথিবীকে বিদায় জানালেন অভিনেত্রী।

১০ দিন হলো ঐন্দ্রিলা শর্মা নেই। অথচ আলমারিতে তার সারি সারি পোশাক, প্রসাধনী, সুগন্ধী, জুতো সাজানো। তার ব্যবহৃত সব জিনিস আঁকড়েই এখন দিন কাটছে অভিনেত্রীর পরিবারের।  অথচ এই সময় আরো ঝলমল থাকার কথা ছিল ঐন্দ্রিলার। ঐন্দ্রিলার বাবা টিভি-৯ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আগামী ফেব্রুয়ারি-মার্চেই সব্য ঐন্দ্রিলার বিয়ের কথা ছিল। সেভাবেই প্রস্তুতিও শুরু হয়েছিল দুই পরিবারে। কিন্তু চার হাত এক হওয়ার বদলে, মাঝ রাস্তায় সব্যসাচীর হাত ছেড়ে চিরতরে বিদায় নিলেন ঐন্দ্রিলা।

উল্লেখ্য, কলকাতার সিরিয়ালে বেশ পরিচিত মুখ ঐন্দ্রিলা। ‘ভোলে বাবা পার কারেগা’তে অনির্বাণ চক্রবর্তীর মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। এছাড়া ‘ভাগাড়’ সিরিজ়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমেই জনপ্রিয়তা পেয়েছিলেন ঐন্দ্রিলা।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত