মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সরাইলে কাভার্ডভ্যান ভর্তি সারসহ দুই যুবক গ্রেফতার
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৮:০৬ PM
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাভার্ডভ্যান ভর্তি চারশত বস্তুা মিউরেট অব পটাশ সারসহ মো. সাদ্দাম হোসেন (৩৫) ও মো. সাইফুল ইসলাম (৩০) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজীব আহমেদ ওরফে রাজ্জী এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে ঢাকা সিলেট মহাসড়কে কাভার্ডভ্যান ভর্তি সারসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সাদ্দাম হোসেন আশুগঞ্জ উপজেলার সোহাগপুর (দক্ষিণ পাড়া) গ্রামের বীর মুক্তিযোদ্ধা আ. করিম মিয়ার ছেলে ও একই এলাকার নুরু মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার) পদে পদোন্নতি প্রাপ্ত সরাইল সার্কেল মো. আনিছুর রহমান দিকনির্দেশনা ও সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেনের নির্দেশে ও এসআই (নিরস্ত্র) মো. আবু বক্কর ছিদ্দিক, এএসআই (নিরস্ত্র)/ উজ্জল আহমেদ নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গত রাতে সরাইল থানাধীন শাহাবাজপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত সার ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। সাদ্দাম হোসেন এর বিরুদ্ধে ৪টা বিশেষ ও ১টা সন্ত্রাস বিরোধীসহ একাধিক মামলা রয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে বুধবারে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত