সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
কালীগঞ্জে শতাধীক প্রাথমিক বিদ্যালয় পেল কাবিং উপকরণ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ১২:১৭ PM

গাজীপুরের কালীগঞ্জে ১০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে কাবিং উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ স্কাউটস্ কর্তৃক বাস্তবায়নাধীন 'প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়) প্রকল্প' এর অর্থায়নে উপজেলার বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ উপকরণ বিতরণ করা হয়।

কালীগঞ্জ উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসসাদিকজামান।

উপজেলা শিক্ষা অফিসার নুরুন্নাহারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার ইসরাত জাহানের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস্ কালীগঞ্জ উপজেলা শাখার কমিশনার তাপস কুমার দাস, সম্পাদক আমিরুল ইসলাম, সহকারী কমিশনার আব্দুর রহমান আরমান ও শিক্ষক প্রণয় কুমার দাস।

এ সময় অন্যদের মধ্যে সহকারী শিক্ষা অফিসার মানছুরা আক্তার, উম্মে হাবিবা সুরমি, ইউআরসি'র সহকারী ইন্সট্রাক্টর বিউটি ইসলাম, বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হকসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস্ কালীগঞ্জ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত