মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সাকিবের বলে পাঁচ ছক্কা মেরে বসলেন পুরান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৩:০৩ PM
বুধবার আবুধাবি টি-টেন লিগে সাকিব আল হাসান ব্যাট হাতে দারুণ করলেও বোলিংয়ে এসে ১ ওভারে দিয়েছেন ৩০ রান। ডেকান গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক নিকোলাস পুরান এদিন সাকিবের ওভারে হাঁকান ৫ ছক্কা। শেষ পর্যন্ত পুরানের ১৬ বলে ৫০ ও ক্যাডমোর ২১ বলে ৫০ রানে ভর করে ১০ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ডেকান।

ডেকানের ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন অধিনায়ক সাকিব। সেই ওভারের প্রথম তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে বসেন পুরান। চতুর্থ বলে অবশ্য ডট দেন সাকিব, তবে ওভারের বাকি দুই বলে আবারো দুই ছক্কা খেয়ে বসেন এই তারকা অলরাউন্ডার। ফলে এক ওভারে পাঁচ ছক্কায় মোট ৩০ রান খরচ করেন সাকিব।

এর আগে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলা টাইগার্স তাদের বোর্ডে জমা করে ১০৮ রান। ওপেনার জো ক্লার্ক ১২ বলে করেন ২৩ রান। এছাড়া ইফতিখার আহমেদ করেছেন ২১ বলে ৫৪ রানের ইনিংস। সাকিব আউট হওয়ার আগে ৯ বলে করেন ১৭ রান। 

১০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ডেকান গ্ল্যাডিয়েটর্সের দুই ওপেনার টম ক্যাডমোর ও নিকোলাস পুরানের ঝোড়ো ব্যাটিংয়ে সহজেই জয় পায় তারা। দু’জনেই ব্যক্তিগত ফিফটি হাঁকিয়ে ৬.১ ওভারে দলকে এনে দেন ১০ উইকেটের জয়।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত