মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নেই তাসকিন, শঙ্কায় তামিম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৩:০৮ PM
ভারতের সঙ্গে বাংলাদেশের সিরিজ কড়া নাড়ছে, প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী রোববার। এর মধ্যেই টাইগার শিবিরে দুঃসংবাদ। দলটির তারকা পেসার তাসকিন আহমেদ কোমরের চোটে পড়ে ছিটকে গিয়েছেন ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডের দল থেকে। 

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও রয়েছেন হাঁটুর চোটে। এমনটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র নিশ্চিত করেছে। জানা গেছে, তাসকিনের জায়গায় ভারত সিরিজের স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে পারেন শরিফুল ইসলাম। যদিও বিসিবির পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুর অব্দি এনিয়ে কিছুই বলা হয়নি।

গতকাল বুধবার ভারত সিরিজকে সামনে রেখে মিরপুরে প্রস্ততি ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেই ম্যাচে ব্যাট হাতে সেঞ্চুরি করলেও হাঁটুতে চোট পেয়েছেন তিনি। চোটের অবস্থা বুঝতে আজ বৃহস্পতিবার তামিমের হাঁটুর স্ক্যান করানো হবে। প্রথম ওয়ানডে ম্যাচে তার মাঠে নামা নিয়ে থাকলো শঙ্কা।

ভারত সিরিজের জন্য বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড-

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও কাজী নুরুল হাসান সোহান।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত