শেষ ষোলোতে যেতে জয়ের বিকল্প ছিল না। কিন্তু ক্রোয়েশিয়ার বিরুদ্ধে একাধিক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বেলজিয়াম। এফ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বেলজিক শিবির।
ড্রর সুবাদে নক আউট পর্বে পৌঁছেছে গত বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়া। একই সময়ে শুরু হওয়া অপর ম্যাচে কানাডাকে ২-১ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের নক আউট পর্বে পৌছেছে মরক্কো।
গত বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল বেলজিয়াম। ফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে তৃতীয়স্থান দখল করেছিল দলটি। এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল রোমেলো লুকাকুরা। এফ গ্রুপ থেকে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো। ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ মদরিচের ক্রোয়েশিয়া। তৃতীয় স্থানে থাকা বেলজিয়ামের পয়েন্ট ৪। সবার নিচে থাকা কানাডার পয়েন্ট শূন্য।
বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |