সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
ভারত সিরিজে থাকছেন না সুজন
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ১১:৪১ AM
খালেদ মাহমুদ সুজন বর্তমানে বাংলাদেশ দলের টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন। দল গোছানো, কোচিং প্যানেল থেকে শুরু করে দলের সার্বিক দেখাশোনা যার সবই করে থাকেন এই বোর্ড পরিচালক। তবে আসন্ন ভারত সিরিজে দেখা যাবে না সুজনকে। আপাতত ভারত সিরিজে বিশ্রামে থাকবেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। 

‘তবে সুজন ভারতে সিরিজে দলের সাথে যে থাকছেন না, সেটা সম্পর্কে অবগত ছিলেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমে কথা বলার সময় বললেন(খালেদ মাহমুদ) টিম ডিরেক্টর থাকবে না কেন…? অবশ্যই আছে!’

পরক্ষণেই পাশে থাকা ক্রিকেট অপারেশান্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস তখন জানান, ভারত সিরিজে খালেদ মাহমুদের না থাকার কথা। জালাল ইউনুস যেমনটা বলছিলেন, 'খালেদ মাহমুদ সুজন টিম ডিরেক্টর হিসেবে আছে। তবে ভারতের বিপক্ষে সিরিজে থাকবে না। এই সিরিজে সে বিশ্রামে থাকবে। (পরে) সে আবার আসবে।'

এর আগে গেল বছর সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফর্ম করার পর বাংলাদেশ দলের টিম ডিরেক্টর হিসেবে খালেদ মাহমুদ সুজনকে নিয়োগ দেয় বিসিবি। এরপর থেকে প্রায় সব সিরিজেই নিজের দায়িত্ব পালন করে আসছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত