সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
মতিঝিলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ১১:৫০ AM
রাজধানীর মতিঝিলে ট্রাকচাপায় প্রতাপ রেমা (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি একটি এনজিওতে চাকরি করতেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল ওয়ালটন মোড়ে দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের আত্মীয় সৃজন জানান, প্রতাপ তেজগাঁওয়ে একটি এনজিওতে চাকরি করতেন। রাতে অফিস থেকে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে মতিঝিলে ওয়ালটন মোড়ে দ্রুতগামী সবজিবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী বলেন, রাতে একটি সবজিবোঝাই ট্রাক মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি তেজগাঁও থানা পুলিশ আটক করলেও পালিয়ে গেছে এর চালক হেলপার।

তিনি আরো বলেন, আমরা ট্রাক চালক ও হেলপারকে আটকের চেষ্টা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত