সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
শিক্ষাখাতে সহযোগিতা অব্যাহত থাকবে, প্রত্যাশা চীনা রাষ্ট্রদূতের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ১২:১৪ PM
আগামীতেও বাংলাদেশ এবং চীনের মধ্যে শিক্ষাখাতে বিনিময় ও সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত লি জিমিং।

বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ড. দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করেন চীনের বিদায়ী রাষ্ট্রদূত। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দূতাবাস জানায়, শিক্ষামন্ত্রী বাংলাদেশ ও চীনের সম্পর্ক উন্নয়নে রাষ্ট্রদূত জিমিংয়ের উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরেন। তিনি রাষ্ট্রদূতের দায়িত্বকালে দুদেশের মধ্যে শিক্ষাগত আদান-প্রদান ও সহযোগিতা, বিশেষ করে কোভিড-১৯ মহামারীর সময় দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তা ও দেখভালের প্রশংসা করেন। পাশাপাশি করোনা মহামারির কারণে দেশে আটকা পড়া শিক্ষার্থীদের চীনে ফিরিয়ে নেওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি।

দীপু মনিকে রাষ্ট্রদূত জিমিং জানান, বাংলাদেশে দায়িত্ব পালন করা সময়গুলো তার জন্য স্মরণীয়। দুদেশের শিক্ষাখাতে অবদান রাখতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন।

এ সময় শিক্ষামন্ত্রী তার চীন সফরের কথা স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রদূত দেশে ফিরে গেলেও দুদেশের শিক্ষাখাতে সহযোগিতা অব্যাহত রাখতে অবদান রাখবেন।

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত