রাজবাড়ী বালিয়াকান্দিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো বাশারুল আলম বাপ্পু ( ৫২) মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক জখম হয়ে চিকিৎসাধীন আছেন। সম্প্রতি তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কাজের জন্য নিজ বাড়ি থেকে সোনাপুরের উদ্দেশ্যে রওনা হলে রামদিয়া এলাকায় মোটরসাইকেল ও অটোর মুখোমুখি সংঘর্ষে মারাত্বক জখম হন ও ডান পা ভেঙে যায়।
স্বেচ্ছাসেবক নেতা বাশারুল আলম বাপ্পু বলেন সম্প্রতি উপজেলার ৪টি ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের কমিটির গঠন প্রক্রীয়াধীন রয়েছে। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে বিশ্বাসী এবং রাজবাড়ী জেলা আ.লীগ সভাপতি ও ২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এর নির্দেশনায় আগামী নির্বাচনের আ.লীগ কে পুনরায় ক্ষমতায় আনতে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক ভাবে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছি।
দলীয় যে কোন নির্দেশনা বাস্তবায়নের উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সব সময় প্রস্তুত আছে।
সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আমি আহত হয়েছি চিকিৎসাধীন আছি। আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করি যেন দ্রুত সময়ের মধ্যে সুস্থ হতে পারি।
-বাবু/এ.এস