সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
ঈশ্বরগঞ্জে উপজেলা ছাত্রলীগের কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আর.কে রাজু, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ১১:৩৮ AM

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নবগঠিত উপজেলা ছাত্রলীগের কমিটির বিরুদ্ধে বিভিন্ন কর্মকান্ডের প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগের দৃষ্টি আকর্ষণ  ও প্রতিকার চেয়ে উপজেলা ছাত্রলীগের একাংশের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ ডিসেম্বর) দুপুর ২টায় ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করে শোনান উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন আকন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শেখ অলিউল্লাহ রাসেল, অর্ণব হোম চৌধুরী,আতিকুর রহমান আতিক, আব্দুল্লাহ্ আল রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান গণি ভুঁইয়া হীরা,সাংগাঠনিক সম্পাদক জিনেদিন জিদানসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদকবৃন্দ।

লিখিত বক্তব্যে ছাত্রলীগ নেতারা অভিযোগ করে বলেন,গত ২রা নভেম্বর জেলা আওয়ামীলীগের সম্মেলনের আগের রাতে উপজেলার ৬টি ইউনিয়ন সরিষা,আঠারবাড়ি,জাটিয়া,মগটুলা,উচাখিলা,তারুন্দিয়াও আঠারবাড়ি ডিগ্রি কলেজসহ ছাত্রলীগের মোট ৭টি কমিটি বিলুপ্ত করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক রানা আহমেদ।

এ কমিটি বিলুপ্ত হওয়ায় তারা বলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা হওয়ার পর কোন কমিটি বিলুপ্ত করার নিয়ম নেই। তবুও তারা জেলা আওয়ামীলীগের সম্মেলনের পূর্বে এ কমিটি বিলুপ্ত করায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাছাড়া গত ৪ সেপ্টেম্বর উপজেলা ছাত্রলীগের ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা হওয়ার পরই পদবঞ্চিত উপজেলা ছাত্রলীগের একাংশ কমিটির বিরুদ্ধে অছাত্র,বিবাহিত,হত্যা মামলার আসামী,ছাত্রদল নেতা এবং বয়স উত্তীর্ণ বলে কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর অভিযোগ করলে গত ২৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান সানি এবং মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন অপু  সরেজমিনে তদন্ত করতে আসেন।

তাছাড়া উপজেলা কমিটি হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোন ধরণের কার্যকরী কমিটির সভাও করতে পারেনাই। কিন্তু কোন প্রকার আলোচনা ছাড়াই ক্ষমতার অপব্যবহার করে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করায় এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় প্রকৃত ত্যাগী ছাত্রনেতাদের সমন্বয়ে একটি স্বচ্ছ,সুন্দর, সু-শৃংখল কমিটি পুণর্গঠণ করার দাবী জানান।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত