ঢাকার উপকণ্ঠ সাভারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের ছয় জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
রবিবার বিকেলে উপজেলার বনগাঁও ইউনিয়নের সাতানিপাড়া এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সাভার মডেল থানা পুলিশ।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে সাতানিপাড়া এলাকার সালমা খাতুনের সাথে তার ভাই মোসলেহ উদ্দিনের সাথে ২৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। বিরোধপূর্ণ জমির তফসিল ও মালিকানা উল্লেখ করে সালমা খাতুন আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলার আরজিতে পর্যালোচনা করে দুই পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ প্রদান করেন বলে জানা যায়।
এ দিকে আদালতের আদেশ অমান্য করে রবিবার বিকেলে মোসলেহ উদ্দিন তার লোকজন নিয়ে ওই জমিতে স্থাপনা নির্মাণ করতে গেলে সালমা খাতুনের লোকজন বাঁধা প্রদান করে। এসময় প্রতিপক্ষ মোসলেহ উদ্দিন ও তার লোকজন লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সালমা খাতুন,তার ছেলে সাইফুল ইসলাম,ও মাসুদ রানা,আব্দুর রহমান,আম্বিয়া খাতুন,তানভীর হোসেন,শিরিন আখতারসহ ছয়জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনার পর থেকে মোসলেহ উদ্দিনের ভয়ে ভুক্তভোগী পরিবারটি আতঙ্কে আছেন বলে জানিয়েছেন। সেই সাথে অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন,তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
-বাবু/এ.এস