টানটান উত্তেজনাপূর্ণ আরো একটি ম্যাচ দেখলো ফুটবল বিশ্ব। বিশ্বকাপের আরো একটি ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে। মরক্কো ও স্পেন নির্ধারিত সময়ের ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটেও গোল করতে ব্যর্থ হয়। ফলে ক্রোয়েশিয়া ও জাপান ম্যাচের মত এই ম্যাচের বিজয়ীও নির্ধারিত হবে পেনাল্টি শুটআউটের মাধ্যমে।
অতিরিক্ত সময়ের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে স্পেন। বড় টুর্নামেন্টের নকআউট রাউন্ডে এই নিয়ে ৬টি ম্যাচই অতিরিক্ত সময়ে গড়ালো স্পেনের ম্যাচ। কিন্তু ১০৪ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটা মিস করে মরক্কো। উনাহি ডি বক্সের ভেতর উনাই সিমনকে একা পেয়েও তার গায়ে বল মারেন ফলে গোলবঞ্চিত হয় মরক্কো।
ম্যাচের একদম অন্তিম মুহূর্ত বদলি হিসেবে নামা পিএসজির তারকা পাবলো সারাবিয়ার শট গোলবারে লেগে বাইরে চলে গেলে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় ১২০ মিনিট।
বাবু/এসআর