বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
ব্যাটিংয়ে কঠোর পরিশ্রমের ফল পেয়েছেন মিরাজ
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৯:৪০ PM
ভারতের বিপক্ষে ম্যাচ জয় বাংলাদেশের জন্য সবসময় অন্যরকম এক বার্তা। এবার এক ম্যাচ হাতে রেখেই রোহিত শর্মার দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৫ রানে হারিয়েছে লিটন দাসের দল। সেঞ্চুরির পাশাপাশি বল হাতে আজ দুই উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এমন পারফর্মমেন্সের পর ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন মিরাজ।

ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে মিরাজ জানিয়েছেন গত কয়েক বছরে ব্যাটিং নিয়ে তার কঠোর পরিশ্রমের কথা, ‘আমাকে এটা করার সুযোগ দেওয়ার জন্য সমস্ত কৃতিত্ব মহান আল্লাহর। খুব ভালো লাগছে। গত কয়েক বছর ধরে আমি ব্যাটিংয়ে কঠোর পরিশ্রম করেছি এবং উন্নতির জন্য নির্দিষ্ট কিছু ক্ষেত্রে মনোযোগ দিয়েছি। আমার কোচরা উন্নতির জন্য অনেক তথ্য দিয়েছেন।’

৬৯ রানে ৬ উইকেট হারানোর পর আজ মাহমুদউল্লাহ রিয়াদের সাথে ১৪৮ রানের জুটি গড়েন মিরাজ। ম্যাচের কঠিন সময় রিয়াদের সঙ্গে কী কথা হয়েছিল সেটা নিয়ে মিরাজ বলেন, ‘রিয়াদ ভাই (মাহমুদুল্লাহ) আমাকে বলেছেন যে আমাদের ইনিংস বড় করে খেলা চালিয়ে যেতে হবে। কথোপকথনগুলো বেশিরভাগ সময়েই ছোট ছিল। আমি শুধু ব্যাটে বল রাখার চেষ্টা চেষ্টা করছিলাম এবং ভারতীয় বোলারদের ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছিলাম।’

বুধবার বাংলাদেশের জয়ের ম্যাচে ব্যাট ও বল হাতে অনবদ্য পারফরম্যানশ করেছেন মিরাজ। ব্যাট হাতে ৮৩ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলার পর বল হাতেও প্রয়োজনের সময় উইকেট এনে দিয়েছেন ডানহাতি এ অলরাউন্ডার।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত