মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
হেরেও রেকর্ড গড়লেন রোহিত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ১০:০২ PM
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বাংলাদেশের বিপক্ষে বুধবার দ্বিতীয় ওয়ানডেতে ৫০০ ছক্কা মারার রেকর্ড গড়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে এটা সর্বোচ্চ এবং বিশ্বব্যাপী দ্বিতীয়। চোটের কারণে আজ ওপেনিংয়ে নামেননি রোহিত শর্মা। নবম ব্যাটার হিসেবে ব্যাট করতে নেমে পাঁচটি ছক্কা মেরে ৫০০ ছক্কার ক্লাবে প্রবেশ করেন ভারতীয় অধিনায়ক।

রোহিতের ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ ছক্কার রেকর্ড রয়েছে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের। ক্যারিবিয়ান এই ওপেনারের ছক্কা সংখ্যা ৫৩৩। রোহিত ছাড়া আর কোনো ভারতীয় ব্যাটারের ছক্কা ৪০০-এর বেশি নেই। দলটির সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির মোট ছক্কা ৩৫৯টি।

এক নজরে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কাঃ

ক্রিস গেইল ৫৫৩
রোহিত শর্মা ৫০০
শহীদ আফ্রিদি ৪৭৬
ব্রেন্ডন ম্যাককালাম ৩৯৮
মার্টিন গাপটিল ৩৮৩
এমএস ধোনি ৩৫৯

সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশের কাছে ৫ রানে হেরেছে রোহিত শর্মার দল। এই হারের ফলে ইতিমধ্যে সিরিজ খুইয়েছে ভারতীয় দল। তবে ম্যাচে ৫ ছক্কা ও ৩ চারে ৫১ রান করে শেষ পর্যন্ত লড়েছেন ভারতীয় অধিনায়ক। সিরিজের শেষ ম্যাচ ১০ ডিসেম্বর শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত