মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
নয়াপল্টনে সড়ক পরিষ্কার করছে সিটি কর্পোরেশন 
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ১২:৪৪ AM

রাজধানীর নয়াপল্টনে বুধবার দুপুর থেকে পুলিশের সঙ্গে কয়েক দফায় সংঘর্ষ হয় বিএনপি নেতাকর্মীদের। এ সংঘর্ষের পর নয়াপল্টনের রাস্তাজুড়ে পড়েছিল ইট পাটকেলসহ ব্যানার ফেস্টুন লাঠি সোটা।


রাত ১১টার পরে সিটি কর্পোরেশনের কর্মীরা সেগুলো পরিষ্কার শুরু করে। একইসঙ্গে রাস্তার দুই ধারে ও মাঝখানে লাগানো বিএনপির অসংখ্য ব্যানার ফেস্টুন খুলে ফেলেন তারা।


বুধবার রাত ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, আশপাশের এলাকা থেকে ভিআইপি রোডে মিলিত হওয়া গলিগুলো পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে রেখেছে।  


এর আগে রাত সাড়ে ৯টার দিকে বিএনপি কার্যালয়ের গিয়ে দেখা যায়, কার্যালয়ের বেশ কয়েকটি দরজা ভেঙে ফেলা হয়েছে। সিঁড়ি থেকে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন কার্টুন ও কাগজ।


বাবু/এসআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত