সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
বিক্ষোভের ডাক দিল বিএনপি
আনোয়ার বারী পিন্টু
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ১২:৫৬ AM আপডেট: ০৮.১২.২০২২ ১২:৫৮ AM
কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযান এবং দলের নেতা-কর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ ডেকেছে বিএনপি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক বিজ্ঞপ্তিতে বুধবার রাত ১১টা ১২ মিনিটে এ তথ্য জানানো হয় গণমাধ্যমে।

এতে বলা হয়, বিনা উসকানিতে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণ-সমাবেশকে কেন্দ্র করে পুলিশের অহেতুক, অযাচিত ও কাপুরুষোচিত গুলিবর্ষণ, হামলা এবং পুলিশের গুলিতে পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলনেতা মকবুল হোসেনের মৃত্যু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আবদুস সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, দলের প্রচার সম্পাদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ সহস্রাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার, হয়রানি এবং আহত করার প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি হবে।

রাজধানীর নয়াপল্টনে বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশে অভিযান চালায় পুলিশ। এ সময় তাদের সঙ্গে বিএনপি কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। গ্রেপ্তার হন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আটক করা হয় বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ অন্তত ৩০০ নেতা-কর্মী।

এমন প্রেক্ষাপটে বুধবার রাত ৮টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন দলের স্থায়ী কমিটির ১০ সদস্য।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম আলমগীর, সেলিমা রহমান এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর অংশগ্রহণে সভায় বিক্ষোভ কর্মসূচির সিদ্ধান্ত হয়।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত