রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
গলাচিপায় ককটেল বিস্ফোরণ
সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ৯:৪৪ AM

পটুয়াখালীর গলাচিপা আওয়ামী লীগ অফিস সংলগ্ন এবং সদর ভূমি অফিসের পুকুর ঘাটে রাত আনুমানিক ৯ টার দিকে  অবস্থা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে।  পরে পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ৪ টি ককটেল  ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করেন গলাচিপা থানার অফিসার ইন চার্জ শোনিত কুমার গায়েন। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি এবং কেউ গ্রেফতারও হয়নি।

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইন চার্জ শোনিত কুমার গায়েন বলেন, আমরা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনা স্থল আসি। গলাচিপা সদর ভূমি অফিসের পুকুর ঘাটের কাছে তিনটি অবিস্ফোরিত ককটেল ও তিনটি প্রট্রোল বোমা উদ্ধার করা হয়।  এর আগে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীর জানিছেন। ঘটনার তদন্ত চলছে। পরে বিস্তারি  জানাতে পারবো।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত