সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
অস্ত্রোপচার চলাকালে বিশ্বকাপের ম্যাচ দেখলেন রোগী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৩:১৬ PM
কাতারে চলছে ফুটবল বিশ্বকাপ। এই খেলা নিয়ে বিশ্বজুড়ে চলছে মাতামাতি। তবে পোল্যান্ডের এক ভক্ত যা করেছেন, তা শুনলে আপনার চোখ কোথায় থাকবে জানি না, তবে বিস্ময়ে হতবাক হয়ে যাবেন।

অস্ত্রোপচার চলাকালে বিশ্বকাপের একটি ম্যাচ দেখেছেন তিনি।

পোল্যান্ডের কিয়েলসে শহরের একটি হাসপাতালে এক রোগীর অস্ত্রোপচার করা হয় গত ২৫ নভেম্বর।

সেদিন ছিল ওয়েলস ও ইরানের বিশ্বকাপ ফুটবল ম্যাচ। ওই রোগীর অস্ত্রোপচার যখন হবে, তখনই ছিল এ ম্যাচ। ফলে রোগী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চান, তার অস্ত্রোপচার চলাকালে তিনি ফুটবল ম্যাচটি দেখতে পারবেন কিনা! 

হাসপাতালের অপারেশন থিয়েটারে টেলিভিশন ছিল না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ওই রোগীর কথা বিবেচনা করে অপারেশন থিয়েটারে টেলিভিশনের ব্যবস্থা করে। অস্ত্রোপচার হয়েছে রোগীর শরীরের নিম্নাংশে। এ জন্য রোগীকে অ্যানেসথেসিয়া দেওয়া হয়।  

এর পর শুরু হয় অস্ত্রোপচার। এ ঘটনার একটি ছবি প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, রোগী খেলা দেখছেন আর চিকিৎসকরা অস্ত্রোপচারে মগ্ন।

যে হাসপাতালে এই অস্ত্রোপচার হয়েছে, সেই হাসপাতাল কর্তৃপক্ষই ছবিটি প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

একজন লিখেছেন— এই ব্যক্তিকে কি ট্রফি দেওয়া যায়? আরেকজন অবশ্য বলেছেন, ওই রোগী ছাড়াও যে স্বাস্থ্যকর্মীরা তার খেলা দেখার ব্যবস্থা করে দিয়েছেন, তাদেরও একটি বড় ট্রফি প্রাপ্য।

বাবু/এসআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত