ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধ খুঁটির মাধ্যমে এলটি লাইন নির্মাণ করে বিদ্যুৎ সংযোগের দায়ে দালাল চক্রের ২ জন সদস্যকে আটক করেছে নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস।
সূত্রে জানা যায়, অবৈধ টাকার লেনদেনের মাধ্যমে দীর্ঘদিন ধরে একটি চক্র প্রভাবশালীদের ছত্রছায়ায় পল্লী বিদ্যুতের অজান্তে অবৈধভাবে খুঁটি বসিয়ে এলটি লাইন নির্মাণ করে আসছিল। এই চক্রটি ধরতে নবীনগর পল্লীবিদ্যুৎ জোনাল অফিস তৎপর ছিলেন। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের দায়িত্বরত ডিজিএম আসাদুজ্জামান ভূঁইয়ার নির্দেশক্রমে এজিএম পলক সাহার নেতৃত্বে নবীনগর পৌরসভার ০৭ নং ওয়ার্ড থেকে অবৈধভাবে খুঁটির মাধ্যমে এলটি লাইন সংযোগ দেওয়ার সময় শাহীন (২৪) এবং তার জবানবন্দির ভিত্তিতে জাহাঙ্গীর হোসেন নিপুকে আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করে নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম পলক সাহা গণমাধ্যমকর্মীদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতেনাতে এই চক্রের ২ সদস্যকে আটক করতে সক্ষম হয়েছি এবং বাকীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
-বাবু/এ.এস