রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৫৮ কেজি গাঁজা উদ্ধারসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। আটকরা হলেন- চক্রের প্রধান মো. নজরুল ইসলাম (৩২), তার সহযোগী মো. কামাল হোসেন (৩২) ও শুকু আলী মিয়া (২৮)।
রোববার (১১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন উত্তর দনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে র্যাব-৩ এর একটি দল।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩ অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, আটকরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে অবৈধ মাদক গাঁজা রাজধানীর বিভিন্ন এলাকায় এনে কেনাবেচা করছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাবু/জেএম