রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
‘প্রতিবন্ধীদের অধিকার আদায়ে সকলকে সচেষ্ট হতে হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৭:১৯ PM
প্রতিবন্ধীদের সুরক্ষা এবং অধিকার আদায়ে স্থানীয় পর্যায় থেকে বৈশ্বিক পর্যায় পর্যন্ত সকলকে সচেষ্ট হতে হবে। বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে সাভার পৌরসভার দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি কর্তৃক আয়োজিত সাভারের আড়াপাড়া জমিদার বাড়িতে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ উদ্বোধনকালে একথা বলেন।

তিনি আরও বলেন, প্রতিবন্ধীদেরকে তাদের মানসিক শক্তি, কাজের গুণাগুণ ও দক্ষতা ধরে রাখতে হবে। প্রাকৃতিক দুর্যোগের সময় প্রতিবন্ধীদের নিরাপদ আশ্রয় ও ঝুঁকি কমানোর বিষয়ে আলোকপাত করেন। ডি. নাসরীন টেকসই উন্নয়নে প্রতিবন্ধীদের অধিকার রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন।  সাভার পৌরসভার সিইও শরফুদ্দীন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় নেপালের প্রতিবন্ধী সংস্থার পক্ষে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন মিস মুনা শর্মা।

এ অনুষ্ঠানে  অটিজম ফাউণ্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুর রহমান, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি  কৃষিবিদ ড. রফিকুল ইসলাম, ব্রাকের প্রতিনিধি আয়েশা সিদ্দিকা, সিডিডির সমন্বয়কারী সুবীর কুমার সাহা, স্থানীয় ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি মনিররুল ইসলাম  ও প্রতিনিধিদের পক্ষে কণা কর্মকার বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন  সিডিডির সহকারী পরিচালক আনিকা রহমান লিপি। 

বাবু/জেএম


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত