প্রথম টেস্টে সুযোগ মেলেনি একাদশে। মুলতানে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েই অবশ্য বাজিমাত করেছেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ। আবরারের বোলিং তোপে মাত্র ২৮১ রানেই থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস। প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নেমেই আবরারের শিকার ৭ উইকেট।
দ্বিতীয় ইনিংসে নিলেন আরও চার উইকেট। অভিষেক টেস্টেই ১১ উইকেট নিয়ে আবরার ছুঁয়ে ফেললেন মোহম্মদ জাহিদকে। দুজনেই পাকিস্তানের হয়ে প্রথম টেস্টে ১১টি করে উইকেট নিয়েছেন।
১৯৯৬ সালে ডানহাতি পেসার জাহিদ ১১টি উইকেট নিয়েছিলেন। পাকিস্তানের বোলারদের মধ্যে সেটাই ছিল সর্বোচ্চ। ২৮ বছর পর সেই রেকর্ড ছুঁলেন আবরার। জাহিদও সেই ম্যাচে প্রথম ইনিংসে ৭ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন। আবরার এবং জাহিদ বাদ দিয়ে পাকিস্তানের আর কোনো বোলার অভিষেক টেস্টে আটটির বেশি উইকেট নিতে পারেননি। টেস্টে অভিষেক ম্যাচে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ভারতের নরেন্দ্র হিরওয়ানির। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার রবার্ট ম্যাসি। এই দুই ক্রিকেটার ১৬টি করে উইকেট নিয়েছিলেন অভিষেক ম্যাচে।
প্রসঙ্গত, মুলতান টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। পাকিস্তানের জেতার জন্য প্রয়োজন ১৫৭ রান। হাতে আছে আরও ছয় উইকেট।
বাবু/এসআর