সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
সুশান্তের ফ্ল্যাটটি এখনো ফাঁকা!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৭:৪৫ PM
২০২০ সালের ১৪ জুন না ফেরার দেশে চলে যান বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত। ঘটনার আড়াই বছর কেটে গেছে। তবে যেই ফ্ল্যাটে অভিনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়, তা এখনো খালিই পড়ে আছে। এতদিন কোনো ভাড়াটে খুঁজে পায়নি ওই ফ্ল্যাটের মালিক।

তবে সম্প্রতি ফ্ল্যাটটি ভাড়া দিতে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। মাসে ৫ লাখ টাকায় ফ্ল্যাটটি ভাড়া নেওয়া যাবে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ফ্ল্যাটের মালিক একজন প্রবাসী ভারতীয়। যিনি এই ফ্ল্যাট আর কোনো বলিউড তারকাকে দিতে চাইছেন না। কর্পোরেট জগতে কাজ করেন, এমন কোনো মানুষকেই ভাড়াটিয়া হিসেবে অগ্রাধিকার দেওয়া হবে।

জানা গেছে, সবাই ভয় পাচ্ছিলেন ওই ফ্ল্যাটে আসতে। যখন এসে শুনছেন এখানেই সুশান্ত মারা গেছেন, আর দ্বিতীয়বার আসছেন না। এ রকমই চলছিল। তবে সম্প্রতি কেউ কেউ ভাড়া নেওয়ার আগ্রহ প্রকাশ করছেন। এজন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন বলিউডের উঠতি অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যার অভিযোগ ওঠে। পরে ওই ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এরপর থেকে সুশান্তের ব্যবহৃত ফ্ল্যাটটি ফাঁকা পড়ে আছে।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত