বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
ইতালিতে বন্দুকধারীর গুলিতে তিন নারী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৯:০০ PM
ইতালির রাজধানী রোমের একটি অ্যাপার্টমেন্ট ব্লকের বাসিন্দাদের বৈঠকের সময় এক ব্যক্তি বন্দুক বের করে গুলি চালিয়ে অন্তত তিন নারীকে হত্যা করেছেন। রোববার অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের বৈঠক চলাকালে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ইতালির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গুলি চালিয়ে তিন নারীকে হত্যার ঘটনায় অভিযুক্ত ৫৭ বছর বয়সী ওই বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। রোমের ফিদিন জেলার ওই অ্যাপার্টমেন্ট ব্লকের বাসিন্দারা পার্শ্ববর্তী একটি বারে বৈঠক করছিলেন। সেখানে এই গুলির ঘটনা ঘটেছে।

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইতালির বার্তা সংস্থা আনসা বলেছে, তিনি কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। এরপর আমি তোমাদের সবাইকে মেরে ফেলব বলে চিৎকার করেন। তারপর গুলি চালাতে শুরু করেন। গুলির এই ঘটনা আরও চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত একজনের অবস্থা গুরুতর।

অপর একজন প্রত্যক্ষদর্শী রাই নিউজকে বলেছেন, সন্দেহভাজন হামলাকারী সেখানকার একজন স্থানীয় বাসিন্দা। এর আগে অন্যান্য বাসিন্দাদের সাথে একাধিক বিরোধে জড়িয়ে পড়েছিলেন তিনি।

সূত্র: রয়টার্স

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত