"প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি" প্রতিপাদ্যে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় এ র্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসসাদিকজামান।
এ সময় কালীগঞ্জ পৌরসভার মেয়র এস.এম রবিন হোসেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া বাক্কু, আলমগীর হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ জন উপস্থিত ছিলেন।
-বাবু/এ.এস