মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ইরানে দ্বিতীয় বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৩:৪৭ PM

ইরানের নৈতিকতা পুলিশ হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় কয়েক মাস ধরে চলমান বিক্ষোভের সময় গ্রেপ্তার করা দ্বিতীয় আরেক ব্যক্তির ফাঁসি কার্যকর। সোমবার দেশটির বিচার বিভাগের ওয়েবসাইট এই তথ্য জাননো হয়েছে।

ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান জানিয়েছে, মজিদরেজা রাহনাভার্ড নামের ঐ ব্যক্তি দুজন নিরাপত্তা কর্মীকে হত্যায় অভিযুক্ত হয়েছিলেন। এছাড়া ‘মোহারেবেহ’ বা ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ’ করার দায়েও মজিদরেজাকে অভিযুক্ত করা হয় ৷ ইরানের শরিয়া আইনে এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড৷

এর আগে গত সপ্তাহেই মোহসেন শেকারি নামে ২৩ বছরের এক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছিল ৷ শেকারিকেও একটি বড়ো ছুরি দিয়ে একজন নিরাপত্তা কর্মকর্তাকে আক্রমণ করা এবং তেহরানের একটি রাস্তা বন্ধ করার ও ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ’ এই অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।

এদিকে শেকারির ফাঁসির সমালোচনা করেছিল আন্তর্জাতিক বিশ্ব ৷ সোমবার ইরানের পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক করার কথা ৷ সেখানে ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দেয়া হতে পারে৷

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের ভয় দেখানোর জন্য আন্দোলনে অংশ নেয়া ২১ জনকে মৃত্যুদণ্ডের শাস্তি দিতে চাইছে ইরান।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশ হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর বিক্ষোভ চলছে। প্রথমে বিক্ষোভ ইরানের কুর্দি অধ্যুষিত উত্তরপশ্চিমাঞ্চলে শুরু হলেও ক্রমে তা দেশটির ৮০টি শহর ও নগরে ছড়িয়ে পড়ে। ১৯৭৯ সালের বিপ্লবের পর ইরানে সংঘটিত বড় বিক্ষোভগুলোর মধ্যে এটি একটি বলে ধরা হচ্ছে৷ ইরান কর্তৃপক্ষ বলছে বিক্ষোভের পেছনে বিদেশি শক্তিগুলোর হাত আছে ৷

নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) বলছে, বিক্ষোভে প্রায় ৫০০ জন মারা গেছেন ৷ এখন পর্যন্ত প্রায় ১৮ হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে ৷ এর মধ্যে কমপক্ষে ১১ জনের বিরুদ্ধে ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ’করার অভিযোগ আনা হয়েছে ৷

সূত্র: এপি, রয়টার্স

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত