সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে একটি ট্রলারসহ ছয় জেলেকে আটক করেছে বন বিভাগ। রোববার (১১ ডিসেম্বর) সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মাইটার খাল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার কবির খাঁ, শুকুর আলী খাঁ, মোজাম শেখ, শেখ ইমরান খাঁ, আব্দুল্লাহ ও গোলাম রসুল।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা (এসও) মো. নূরুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকরা জরিমানার বিনিময়ে মুক্তির আবেদন জানিয়েছেন। সেটি সম্ভব না হলে আগামীকাল আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।
বাবু/জেএম