আজ বাংলাদেশ ডিজিটাল দিবস, ডিজিটাল বাংলাদেশ দিবস বাংলাদেশে পালিত একটি দিবস। এটির পূর্ব নাম আইসিটি দিবস বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস। ২৭ নভেম্বর ২০১৭ তারিখে বাংলাদেশ সরকার এ দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দেয়। ২৬ নভেম্বর ২০১৮ তারিখে আইসিটি দিবসের পরিবর্তে এ দিনকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিবছর ১২ ডিসেম্বর জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর দিবসটি পালন করে।
প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পাবনার বেড়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে এক র্যালি বেড় হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে,পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাঃ সবুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পাবনা-১ আসনের সংসদ সাবেক প্রতিমন্ত্রি,জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আলহাজ্ব অ্যাডভোকেট শামসুল হক টুকু।বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু,ভাইস চেয়ারম্যান মেসবা-উল-হক ,মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা শারমিন ইতিসহ উপজেলায় কর্মরত সকল কর্মকর্তাবৃন্দ।
-বাবু/এ.এস