চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল বুধবার সকাল সাড়ে নয়টায় শুরু হবে বাংলাদেশ-ভারত টেস্ট।
এদিকে, কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার দিবাগত রাত ১টায় লড়তে যাচ্ছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। কোচ রাসেল ডমিঙ্গো চান না, ক্রিকেটাররা রাত ৩টা পর্যন্ত জেগে খেলা দেখুক।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো বলেছেন, ‘সবাইকে ঘুমাতে যেতে হবে। খুবই সাধারণ বিষয়। আপনার যদি সকাল সাড়ে নয়টায় টেস্ট ম্যাচ শুরু হয়, তাহলে আপনি কখনোই রাত তিনটা পর্যন্ত জেগে খেলা দেখতে পারেন না। আমার মতে, এটা হবে বোকামি। তারা যদি এটা করে, আমি খুব হতাশ হব’।
-বাবু/এ.এস