পিরোজপুরের কাউখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান খানের ছেলে রিফাত জামান অপু। অপু কাউখালী সরকারি বালক
বিদ্যালয়ের নমব শ্রেণীর ছাত্র। ছোটবেলা থেকেই ছবি আঁকা তার শখ। কাগজ কলম হাতে এলেই চলে তার আঁকা ঝোকা। সম্প্রতি অপু কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখার হুবহু ছবি একে প্রশংসিত হয়েছেন। অপুর নানা কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুস শহীদ ও তার মাকে সাথে নিয়ে অফিস চলাকালীন সময়ে নিজ হাতে আকাঁ ছবিটি তুলে দিলেন নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখার হাতে।
ইউএনও’র ছবি কেন আঁকলে জানতে চাইলে অপু জানান, মমতাময়ী ইউএনও ম্যাডাম উপজেলা জুড়ে অনেক ভাল ভাল কাজ করেছেন। তিনি সকলের খেয়াল রাখেন, সবার ভাল করেন। আমার দৃষ্ঠিতে তিনি একজন সফল ইউএনও। আমার তাকে ভালো লাগে, তাই তার
ছবিটি একেঁছি। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ খালেদা খাতুন রেখা জানান, সপ্তম শ্রেনীতে পড়–য়া স্কুল ছাত্র অপু আমার ছবি একেঁ আমাকে উপহার দিয়েছে এটা আমার জীবনের বড় প্রাপ্তি। এ অনুভুতি প্রকাশের নয়। আমি অপুর শুভকামনা করি।
-বাবু/এ.এস