রাজবাড়ী বালিয়াকান্দিতে ১৭-২২ ডিসেম্বর ২০২২পর্যন্ত পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৩ ডিসেম্বর) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজন অফিস হল রুমে এসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা চেয়ারম্যান (ভারঃ) মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা,পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অঃদঃ) মুহাম্মাদ মাহমুদ হাসান খান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের মাঠকর্মীরা।
সভায় বক্তারা পরিবার পরিকল্পনা সেবাকে ব্যপক বিস্তৃত করার পাশাপাশি বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
-বাবু/এ.এস