মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
চুল কেটে সেনাবাহিনীতে যোগ দিলেন বিটিএস তারকা জিন
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৪:৫০ PM

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে চলেছেন বিটিএস খ্যাত জিন। সে দেশের নিয়ম অনুযায়ী, প্রত্যেক যুবককে সামরিক প্রশিক্ষণ নিতে হয়। সেই কারণেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পপ ব্যান্ড বিটিএস এর সদস্যদেরও একে একে সেনাবাহিনীতে নাম নথিভুক্ত করতে হবে।  

এ বিষয়টি নিয়ে বেশ বিতর্ক শুরু হয়েছিল।

মাইক, গিটার ছেড়ে সংগীত শিল্পীদের কেন অস্ত্র ধরতে হবে ওই প্রশ্ন করতে শুরু করেছিলেন অনেকেই। যদিও পরবর্তীতে বিটিএস-এর লেবেল বিগহিট মিউজিকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, নিয়ম অনুযায়ী পপ তারকারা দেশের স্বার্থে সেনাবাহিনীতে নাম লেখানোর সিদ্ধান্ত নিয়েছেন।

আরো জানানো হয়, ওই ব্যান্ডের সবচেয়ে বড় সদস্য জিন। তাই সবার আগে তিনি সামরিক ট্রেনিং নিতে শুরু করবেন। গত ৪ ডিসেম্বর ৩০ বছরে পা দিয়েছেন জিন। ১৩ ডিসেম্বর সেনাবাহিনীতে যোগদান করবেন তিনি।  

সারাবিশ্বের হ্যান্ডসাম তারকাদের তালিকায় রয়েছে জিনের নাম। তাঁর ঢেউ খেলানো চুলে পাগল কোটি কোটি তরুণী। কিন্তু, সেনায় যোগ দেওয়ার জন্য ছোট করে চুল ছেঁটে ফেলতে হয়েছে তাঁকে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত