আনহেল দি মারিয়াকে শুরুর একাদশে আর্জেন্টিনা পাওয়ার আশায় থাকলেও তা হচ্ছে না।
কার্ডের খাড়ায় মার্কোস আকুনিয়া ও গনসালো মনতিয়েল আগে থেকেই নিষিদ্ধ। চোট কাটিয়ে কোয়ার্টার-ফাইনাল দিয়ে ফেরা আনহেল দি মারিয়াকে শুরুর একাদশে পাওয়ার আশায় ছিল আর্জেন্টিনা। সেটাও হচ্ছে না। তারকা এই মিডফিল্ডারকে ছাড়াই কঠিন পরীক্ষায় নামছে তারা।
লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।
আর্জেন্টিনা: এমিলিয়ানো মার্তিনেস, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, নিকোলাস তাগলিয়াফিকো, লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, আলেক্সিস মাক আলিস্তের, এনসো ফের্নান্দেস, হুলিয়ান আলভারেস, লিওনেল মেসি
ক্রোয়েশিয়া: দমিনিক লিভাকভিচ, বোর্না সোসা, ইভান পেরিসিচ, দেইয়ান লভরেন, মাতেও কোভাচিচ, আন্দ্রেই ক্রামারিচ, লুকা মদ্রিচ, মার্সেলো ব্রজোভিচ, মারিও পাসালিচ, ইয়োস্কো গাভারদিওল ও ইয়োসিপ ইউরানোভিচ
বাবু/এসআর