সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
মাঠে নেমেই দুই রেকর্ড মেসির
প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ১:৪৬ AM আপডেট: ১৪.১২.২০২২ ৩:০৪ AM
ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেই দুটি রেকর্ড করেছেন লিওনেল মেসি। এটা মেসির বিশ্বেকাপে ২৫তম ম্যাচ। আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে যা সর্বাধিক। বিশ্বকাপে এখনও পর্যন্ত সব থেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে জার্মানির লোথার ম্যাথাউসের। ২৫টি ম্যাচ খেলেছেন তিনি। এই ম্যাচে মাঠে নেমে ম্যাথাউসের সঙ্গে যুগ্মভাবে সব থেকে বেশি ম্যাচ খেলার নজির গড়লেন মেসি।

সেমিফাইনালে আর্জেন্টিনা জিতুক বা হারুক, আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন মেসি। সে ক্ষেত্রে এই বিশ্বকাপেই একক ভাবে সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার হবেন তিনি।

এছাড়া এটি অধিনায়ক হিসাবে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড। বিশ্বকাপে অধিনায়ক হিসাবে ১৯টি ম্যাচ খেলেছেন মেসি। মেক্সিকোর রাফা মার্কেজ়ও অধিনায়ক হিসাবে ১৮টি ম্যাচ খেলেছেন। সেমিফাইনালে খেলতে নেমে মার্কেজ়কে টপকে গেলেন মেসি। বিশ্বকাপে অধিনায়ক হিসাবে সব থেকে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় তিনি।

আর্জেন্টিনা একাদশ আছেন যারা— এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকলাস ওটামেন্ডি, নিকলাস টালিয়াফিকো; লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, এনজো ফের্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত