শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে নীলফামারীর ডোমারে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৪ ডিসেম্বর) সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. মনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মনজুরুল হক চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়াও উপজেলার সরকারী বেসরকারী প্রতিষ্ঠান প্রধানগন, সাংবাদিক,রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশিল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
-বাবু/এ.এস