সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ফ্লিনটফ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৩:৩২ PM
ইংল্যান্ডের ২০০৫ অ্যাশেজের নায়ক অ্যান্ড্রু ফ্লিনটফ দুর্ঘটনার শিকার হয়েছেন। এরপরেই এয়ারলিফট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। সারেতে বিবিসির এক শ্যুটিংয়ে কাজ করছিলেন ফ্লিনটফ। সেখানেই ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

তার এই দুর্ঘটনা বড় কিছু নয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। বর্তমানে তিনি অনেকটাই বিপদমুক্ত। বিবিসির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘টপ গিয়ার টেস্ট ট্র্যাকে ফ্রেডি দুর্ঘটনায় আহত পড়েছিল। সঙ্গে সঙ্গেই ক্রু-য়ের মেডিক্যাল টিম পরিচর্যা করে ওকে। চিকিৎসার জন্য তাকে আপাতত হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে বিস্তারিত আরও আপডেট জানানো হবে।’

বিবিসির অনুষ্ঠান টাইম ব্যান্ডিট কো হোস্ট হিসাবে ২০১৯ সাল থেকেই কাজ করছেন তিনি। বাকি দুই হোস্ট ক্রিস হ্যারিস, প্যাডি ম্যাকগিনিসের সঙ্গে ১২৪ মাইল গতিতে বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারান। 

পরে তিনি বলেন, ‘টপ গিয়ার ড্র্যাগ রেসে একটু জোরে ড্রাইভ করতে চেয়েছিলাম। তবে এবার বোধহয় একটু বেশিই হয়ে গিয়েছে। টিভিতে যখন এটা সবাই দেখবে, তখন বিপজ্জনক নয়, বরং হাস্যকরই লাগবে।’

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত