মাঠে নেমেই গড়ে ফেলেন দুই বিশ্বরেকর্ড। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালের ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মেসি গড়লেন আরো এক রেকর্ড। বিশ্বকাপের মঞ্চে ১১ গোল করে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা এখন মেসি।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টায় ফাইনালে ওঠার লড়াইয়ে লুসাইল আইকনিক স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। দলের কান্ডারি মেসি এই ম্যাচে মাঠে নেমেই গড়েন দুই বিশ্বরেকর্ড। বিশ্বকাপে খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলার দুটি রেকর্ডই এখন মেসির নামে।
ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালের ৩৩ মিনিটে পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে ১-০ গোলের লিড এনে দেওয়া গোলটি করেই বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলাদাতা হয়ে যান মেসি। ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যাচের ৩২ মিনিটে এনজো ফার্নান্দেজের পাস থেকে ডি বক্সের ভেতর বল পান জুলিয়ান আলভারেজ। তাকে আটকাতে ফাউল করে বসেন ক্রোয়েট গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। সঙ্গে সঙ্গেই পেনাল্টিরত বাঁশি বাজান রেফারি।
পেনাল্টি থেকে দলকে এগিয়ে নিতে একটুও ভুল করেননি মেসি। দুর্দান্ত এক শটে ক্রোয়েট গোলরক্ষক লিভাকোভিচকে পরাস্ত করে আর্জেন্টিনাকে ১-০ গোলের লিড এনে দেন মেসি। সেই গোলেই বাতিস্তুতাকে পেছনে ফেলে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ ১১ গোল করার রেকর্ড গড়েন মেসি।
কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের বিপক্ষে গোল করে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ১০ গোল করা বাতিস্তুতাকে ছুয়েছিলেন মেসি। শেষ চারের লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজের বিশ্বকাপ ক্যারিয়ারের ১১তম গোল করে বাতিস্তুতাকে ছাড়িয়ে আর্জেন্টাইনদের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক হলেন মেসি।
বাবু/জেএম