“সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি” প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৪ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ১৭ ডিসেম্বর থেকে ২২ডিসেম্বর উপলক্ষে সভার আয়োজন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) তবিবুর রহমান সভায়, সেবা সমূহ উপস্থাপন করেন। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মনোয়ার হোসেন, সম্পাদক মনজুরুল হক চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
-বাবু/এ.এস